আগে থেকেই চান্দিমালের এশিয়া কাপে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলো। এবার সেটিই সত্যি হলো। আঙুলের ইঞ্জুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দিনেশ চান্দিমাল।

এর আগে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লীগ খেলার সময় চান্দিমালের ডান হাতের মধ্যমায় চিড় ধরা পড়ে। এরপর থেকে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষণে ছিলো এই ক্রিকেটার। কিন্তু ইঞ্জুরি থেকে ফিরে না আসায় তাকে ছাড়াই এশিয়া কাপ খেলবে শ্রীলংকা।

চান্দিমাল ছিটকে যাওয়ায় ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। যিনি ছিলেন পাঁচজন স্ট্যান্ড বাই খেলোয়াড়ের একজন। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের পর থেকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন ডিকভেলা।