এখন বাংলাদেশের রেকর্ডের দিনে সবাই হাতুরাসিংহকে ট্রল করছে। আসলে কি হাতুরী নায়ক নাকি খলনায়ক?

বাংলাদেশের ক্রিকেট আজ এ অবস্থানে আসার জন্য তাঁর অবদান অস্বীকার করার উপায় নাই। হাতুরী তাঁর এখন তার নিজ দেশে ফিরেছেন। সেবা দিচ্ছেন নিজের দেশকে। তার দেশের প্রেক্ষিতে তিনি দেশপ্রেমিক। আজ তিনি যদি বাংলাদেশী হতেন আর শ্রীলংকার জায়গায় যদি বাংলাদেশ হতো, তাইলে আমরা সবাই তাঁকে দেশপ্রেমিক, আত্মত্যাগী মহান ব্যাক্তি বলে মাথায় করে রাখতাম।

আমি হাতুরীর স্বদেশে প্রত্যাবর্তন কে সম্পূর্ণ সমর্থন করি। আপনার নিজের ক্ষেত্রে এমন ঘটলে আপনি কি করতেন?  আসুন তাঁকে ট্রল না করে তাঁর প্রাপ্ত সন্মান দেই। কেউ যেন আমাদের অকৃতজ্ঞ জাতি না বলতে পারে।