বাংলাদেশ দলের সাফল্যে পিছনে সাবেক কোচ  চন্দিকা হাতুরুসিংহে অনেক ভূমিকা ররয়েছে। তিনিই শিখিয়েছে কিভাবে বড় দলগুলোর বিপক্ষে জিততে হয়। তবে হাতুরেসিংহে এখন আর বাংলাদেশ দলের দায়িত্বে নেই। গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়েছেন।

কোচের দায়িত্ব ছেড়ে দিলেও পুরোন ছাত্রদের খোঁজখবর রাখেন তিনি। আর তাই ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতার পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এছাড়া দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তামিম ইকবালকেও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার খেলা শেষ করে হোটেলে ফিরে যখন রাতের খাবার খেতে বসেছে, ঠিক তখনই তামিমের মোবাইলে হাতুরেসিংহে খুদে বার্তা। এই বার্তায় লিখেন, ‘ওয়েলডান চ্যাম্পিয়ন। দলের সবাইকে আমার শুভকামনা পৌঁছে দিয়ো।’

খুদে বার্তাটা নিশ্চয়ই অন্য রকম অনুরণন তৈরি করেছে তামিমের মনে। পেশাদারির কঠিন নিগড়ে বাঁধা থাকলেও ব্যক্তিগত সম্পর্কটা আসলেই অনেক কিছু। সে কারণেই প্রাক্তন ছাত্র তামিমের সাফল্য কোচ হাতুরেসিংহে মনে আপ্লুত করে এখনো!