
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক ও সাবেক অধিনায়ক আলিস্টার কুক। সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো যাচ্ছে না কুকের, আর এই জন্য এটাই সরে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে মনে করেন তিনি।
২০০৬ সালে নাগপুরে টেস্ট অভিষেক হওয়া কুক খেলেছেন ইংলিশদের হয়ে সর্বোচ্চ টেস্ট, ৩২ সেঞ্চুরি যার ৫ টি ডাবল। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকও (১২২৫৪) আলিস্টার কুক, ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ।
বিশ্ব ক্রিকেট থেকে ঝড়ে যাওয়া তারার সাথে যুক্ত হলো আরো একটি নাম, ভালো থাকুক ক্রিকেট জীবনের বাহিরের কুক।
