
আমেরিকার দেশ গুলো নিয়ে অনুষ্ঠিত হয় ফুটবলের আরেক আসর কোপা আমেরিকা। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমেরিকার দল গুলো। তবে ২০১৯ সালে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকায় দুই দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই দুই দল হলো জাপান ও কাতার।
তাহলে দেখেনিন দল গুলোর তালিকাঃ
১) আর্জেন্টিনা
২) বলিভিয়া
৩) ব্রাজিল
৪) চিলি
৫) কলম্বিয়া
৬) ইকুয়েডর
৭) জাপান
৮) প্যারাগুয়ে
৯) পেরু
১০) কাতার
১১) উরুগুরে
১২) ভেনেজুয়েলা
