
ফুটবলের অন্যতম আসর হলো কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকা অনুষ্টিত হবে ব্রাজিলে। এই আসরে ১৬টি দল অংশগ্রহণ করার কথা থাকলেও ১২টি দল নিয়ে হবে এই আসর।
এই আসরে ল্যাটিন আমেরিকার ১০ দল ও দুই দল আমন্ত্রিত হিসেবে খেলবে। এই আসরে আমন্ত্রিত হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পর্তুগাল ও স্পেনের খেলার কথা ছিল।
তবে এই চারটি দল না আসায় এবারের আসর ১২টি দল নিয়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কোপা আমেরিকা আয়োজক কমিটি। এক্ষেত্রে ১০ টি ল্যাটিন আমেরিকার দল ও ২ টি আমন্ত্রিত দল। এই দুই দল হল কাতার ও জাপান।
আর এই বারের কোপা আমেরিকা আসর বসবে আগামী বছর জুন মাসের ১৪ তারিখ থেকে। যা চলবে জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত।
কোপা আমেরিকা ব্রাজিল-২০১৯ এ অংশগ্রহনকারী দলগুলো হল:-
- আর্জেন্টিনা
 - ব্রাজিল
 - বলিভিয়া
 - চিলি
 - কলম্বিয়া
 - ইকুয়েডর
 - প্যারাগুয়ে
 - পেরু
 - উরুগুয়ে
 - ভেনিজুয়েলা
 - কাতার
 - জাপান।
 
