
কৌতিনহোর জন্য কি না করেছে বার্সালোনা। কিন্তু প্রতিবারই একটি উত্তরই তারা পেয়েছে। কৌতিনহো নট ফর সেল। কিন্তু তাতে কি, কৌতিনহোর মত প্লেয়ার তো যেকোন দলের জন্য সম্পদ। এত সহজেই কেন বার্সা হাল ছেড়ে দিবে?
হাল ছাড়ছে না তারাও। আগামী জানুয়ারীতেই কৌতিনহোকে কেনার জন্য আবারো ঝাঁপাবে বার্সালোনা। কৌতিনহো নিজেও নাকি রাজি। তবে রাজি তো ছিল গত ট্রান্সফারেও। কিন্তু লিভারপুলের নট ফর সেলের কারনে আর বার্সাতে যাওয়া হয়নি তার।
এদিকে বার্সা কান্ডের পর ব্রাজিল ঘুড়ে এসে আবারো লিভারপুলে নিয়মিত কৌতিনহো। পুরোনো সেই ম্যাজিক দেখাচ্ছেন আবারো। গত সপ্তাহেই প্রিমিয়ার লীগের সেরা টিমে জায়গা করে নিয়েছিলেন এই তারকা। ফিরে এসে দলের হয়ে ১টি গোলের সাথে ১ টি অ্যাসিস্ট করেছেন তিনি। সাথে ৫টি সুযোগ তৈরি করেছিলেন যা সতীর্থদের ব্যর্থতায় পূর্নতা পায়নি।
তবে কৌতিনহো এবার বার্সাতে গেলেও চ্যাম্পিয়নস লীগে খেলা হবে না তার। কারন লিভারপুলের হযে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে নামার কারনে বার্সাতে গেলেও এখন আর চ্যাম্পিয়নস লীগে খেলতে পারবেননা তিনি।
