২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের অন্যতম এক হাতিয়ার এই কৌতিনহো।।
লিভারপুল মাতিয়ে এখন সে মাঠ কাপাচ্ছে বার্সার হয়ে।

সাধারণত এটাকিং মিডে খেললেও তার দূর পাল্লার শটে গোল করার সামর্থ্য নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। প্রতিপক্ষ বাস পার্ক করা ডিফেন্স নীতি অবলম্বন করলে তার শটগুলো অনেক সহায়ক হবে। আচমকা ডি-বক্সের বাইরে থেকে করা শট ভক্তদের ভাসাতে পারে হেক্সা জয়ের উল্লাসে।

ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র নেইমার। তারপরও ব্রাজিল নেইমার নির্ভর না হওয়ার বড় উদাহরণ এই কৌতিনহো।
“নেইমার-কৌতিনহো-জেসুস”


প্রতিপক্ষের রক্ষন আর গোলপোস্ট তছনছ করার জন্য আর কি লাগে? এমনটাই মনে করে থাকেন ব্রাজিলীয়ান ভক্তরা । এবার দেখার বিষয় বিশ্বকাপে কি আসলেই ভক্তদের কাপ উপহার দিতে পারবে কি না ?