বার্সালোনা ব্রাজিল তারকা ফুটবলার কৌতিনহোকে যে পরিমান বেতন দিয়ে থাকে সেই পরিমান বেতন কেবল মাত্র হাতে গুনা কয়েকটি দলেই দিতে পারবে! এদিকে ম্যানইউ কৌতিনহোকে কেনার জন্য এক পায়ে দারিয়ে আছে কিন্তু বার্সালোনা প্রিমিয়ার লিগের কোন দলের কাছে তাকে বিক্রি করবে না।

এর বাইরে বাকি রইলো বায়ার্ন মিউনিখ কিন্তু তাদের রয়েছে যথেষ্ট মিডফিল্ডার এবং নতুন করে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে দুজন মিডফিল্ডার কেনার প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন মিউনিখ।

অন্যদিকে রইলো জুবেন্তাস সেখানেও বর্তমানে মিডফিল্ডের অভাব নেই আবার আগামী মৌসুমে জুবেন্তাসে যোগ দিবেন রমসিও।

আর বাকি আছে কেবল মাত্র ফরাসি ক্লাব পিএসজি, এখন এই দলটিই নতুন করে তারকা কিনতে পারবে নতুন স্পন্সর চুক্তির কারণে যারা বিশাল অংকের টাকা দিচ্ছে পিএসজিকে।

তাছাড়া পিএসজিতে কৌতিনহোর জাতীয় দলের তারকা রয়েছে নেইমার,সিলভা,মার্কুইনহোস,আলভেসরা।

উল্লেখ্যঃ যেহেতু বার্সালোনা কৌতিনহোকে প্রিমিয়ার লিগের কোন দলের কাছে বিক্রি করবে না সেহেতু পিএসজিতে আসার সম্ভাবনাই বেশি কৌতিনহোর।