
অবশেষে ১৯৮১ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে দেখা যাবে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলকে। সেবার অ্যালান কেনেডির একমাত্র গোলে জিতেছিল লিভারপুল।
আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। এই ম্যাচে রিয়ালের মাথায় প্রতিশোধের ভাবনা থাকবেই। লিভারপুলের জন্যেও চিন্তা থাকছে।
যতই আক্রমণভাগ শক্তিশালী হোক না কেন, তাদের ডিফেন্স ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের আটকাতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে একটা ব্যাপারে এখনই নিশ্চিত থাকা যায়, কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে কিন্তু গোলবন্যা দেখা যাবেই।
এদিকে রিয়াল মাদ্রিদ এবারের নিয়ে শেষ তিন ফাইনালে খেলছে। শিরোপা ঘরে তুলেছে পর পর দুইটি। এবারেরটি ঘরে তুলতে পারলে হবে হ্যাটট্রিক শিরোপা। অন্যদিকে দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে ইয়ুর্গেন ক্লপের দলকে খেলতে হবে ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
লিভারপুল ২০০৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। সেবার তারা এসি মিলানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে শিরোপা হারিয়েছিল। তারা সর্বশেষ শিরোপা ঘরে তুলেছিল ২০০৫ সালে। এ পর্যন্ত ইংল্যান্ডের এ ক্লাবটি পাঁচবার ইউরোপ শ্রেষ্ঠত্বের এ শিরোপা ঘরে তোলে। তবে ইংলিশ দলটি রিয়ালকে হারাতে অনুপ্রেরণা নিতে পারে ইতিহাস থেকে। কারণ ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালকে সবশেষ হারিয়েছিল তারাই।
১৯৮১ সালের ২৭ মে। ফ্রান্সের প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ইউরোপিয়ান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ৮২ মিনিটে অ্যালান কেনেডির একমাত্র গোল লিভারপুলকে এনে দিয়েছিল শিরোপা। আর সেবারই শেষ ফাইনাল হারে রিয়াল মাদ্রিদ। এরপর এই টুর্নামেন্টের ফাইনালে আর কখনো হারেনি রিয়াল।
