
হুট করে জিনেদিন জিদান দায়িত্ব ছেড়ে দেওয়ার পর মহাবিপাকে পড়ে গেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের দুর্দান্ত সব সাফল্য এনে দেওয়া জিদানের বিকল্প খুঁজতে হন্য হয়ে গেছে তারা। স্প্যানিশ গণমাধ্যম বলছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জাতীয় দলের কোচ তিতের দিকে নজর পড়েছে রিয়ালের!
তিতেকে নিলে নেইমারকে পিএসজি থেকে ভাগিয়ে আনা যাবে- এমনটাই আশা করছে তারা।ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ হারা ব্রাজিলকে আমূল বদলে দিয়েছেন তিতে। ছন্নছাড়া দলটিকে নিজে হাতে ভয়ংকর রূপে গড়ে তুলেছেন।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দাপটের সঙ্গে উত্তীর্ণ হয়ে সবার আগে বিশ্বকাপের মূলপর্বে উঠেছে ব্রাজিল। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোতেও তাদের পারফর্মেন্স দুর্দান্ত। যে কারণে আসন্ন রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে অন্যতম ফেবারটি হিসেবে ধরা হচ্ছে।
সেই তিতেকেই ফরাসি সুপারস্টার জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে ভাবছে রিয়াল।১৪ জুন থেকে শুরু হতে চলা রাশিয়া বিশ্বকাপ শেষ হতেই ব্রাজিলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তিতের।
৫৭ বছর বয়সী এই কোচের সঙ্গে আরও ৪ বছর ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নে আগ্রহী ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিন্তু জবাবে এখনও ‘হ্যা’ ‘না’ কিছুই বললেন তিতে। এরপরই প্রকাশিত হয়, রিয়াল মাদ্রিদ নাকি তিতের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।
গ্যালকোটিকোদের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিতে শুধু বলেছেন, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না!এদিকে স্প্যনিশ সংবাদমাধ্যমগুলো বলছে, তিতে যদি রিয়ালে চলে আসেন তবে তার প্রিয় শিষ্য নেইমারও অবাধ্য হবেন না। এক ঢিলে দুই পাখি মারার এই সুযোগ কি ছাড়া যায়? তাই এজেন্টদের দিয়ে সর্বোচ্চ চেষ্টাই নাকি শুরু করেছে রিয়াল মাদ্রিদ।
