২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সাথে যোগ দেয় পর্তুগাল তারোকা রোনালদো। চলতি বছরে এসে দীর্ঘ নয় বছরের সম্পর্কের বাধণ কেটে ১০৫ মিলিয়ন ইউরো এর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই ক্লাব থেকে বিদায় নেওয়ার আগে একটি চিঠি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বিদায়ী চিঠিতে রোনালদো লিখেন:

রিয়াল মাদ্রিদ এ আসার পর এই ক্লাব এবং এই শহরে কাটানো সময় আমার জীবনের সব থেকে সেরা মুহুর্ত ছিল। আমি এই শহর এই ক্লাব, আমাদের ক্লাবের সমর্থক সবার প্রতি অশেষ কৃতজ্ঞ। আমার ভালোবাসা এই শহর, শহরের মানুষ এবং সব থেকে বেশি আমার ক্লাবের জন্য সারা জীবন ই থাকবে।  যদিও আমি নতুন চ্যালেঞ্জ নিতে চায়, যার জন্যেই আমার এই সিদ্ধান্ত। আমি ক্লাবকে আমার মনের কথা জানিয়েছে এবং তারা আমার সিদ্ধান্ত সমর্থন করেছে। আমি সমর্থকদের উদ্দেশ্যে বলতে চায় আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। ছোটবেলা থেকেই আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন এবং এখন ইতালি। আমি সব কিছু জিততে চায়। 

নয়টা বছর আমি আপনাদের সাথে ছিলাম, অনেক উপভোগ করেছি। সেই সাথে এটা অনেক কঠিন ও ছিল। রিয়ালের মতো দল সবসময় তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে। এই দল হারতে পছন্দ করে না। 

সতীর্থদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার দলের সবাই আমাকে অনেক সাহায্য করেছে,আমরা একসাথে অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছি। 

পরিশেষে বলতে চায় ভালো থাকুক ভালোবাসার ক্লাব। এবং ৯ বছর আগে প্রথম যেমন আমি বলেছিলাম আজ ও সেইটা বলেই শেষ করবো – “হালা_মাদ্রিদ”