
রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। কিছু দিন পর শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। এই মৌসুম রোনালদো খেলবে তার নতুন ক্লাব জুভেন্টাসের হয়ে। আর তাই এই মৌসুম থেকে রিয়ালে দেখা যাবে না রোনালোকে।
খেলার মাঠে রোনালদো নিজে গোল করতেন, গোল করাতেন। রিয়াল মাদ্রিদের হয়ে বেশিরভাগ সময় ফ্রি কিক নিতেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে রোনালোদ ফ্রি কিক নিয়েছেন ৪৪৪টি। তার সময়ে তিনিই সবচেয়ে বেশি ফ্রি কিক নিয়েছেন। তার ভিতর ফ্রি কিক থেকে গোল করেছেন ৩৩টি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গ্যারেথ বেল। তিনি ফ্রি কিক করেছেন ৫৫টি। ১৮টি ফ্রি কিক করে তালিকার তৃতীয় স্থানে আছেন মেসুত ওজিল।
রোনালদো চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের ফ্রি কিক করবে কে। সেটি সময়ই বলে দিবে। তবে, বর্তমান স্কোয়াডে থাকা ইসকো, ক্রুস, রামোস, বেল, আসেনসিওদের কেউ হয়তো রোনালদোর মতো বেশিরভাগ সময়ে ফ্রি কিকের দায়িত্ব নিবেন।
