চ্যাম্পিয়ান্স লীগে জুবেন্তাসের হয়ে প্রথম ম্যাচে লাল কার্ড় দেখে রোনালদো। খেলার ২৯ মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার হেইসন মুরিওকে আঘাত করার অপরাধে রেফারি ফেলিক্স ব্রিচ রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান। ভিডিওতে দেখা যায় রোনালদো মুরিওর চুল ধরে টান দেন। মেইন রেফারি তার এসিস্টেন্ট এর সাথে আলাপ করে সরাসরি লাল কার্ড দেখান রোনালদোকে।

দেখুন লাল কার্ড দেখার মুহূর্তটি এই ভিডিওতে: