
মেসির সমতায় এসে পঞ্চমবার ব্যালন ডি’অর জিতার পর ক্রিস্তিয়ানো রোনালদো বললেন, ‘আমার চেয়ে সেরা কেউ নয়। অন্য ফুটবলাররা যেটা করতে পারে, আমিও সেটা পারি। কিন্তু অন্যরা যা পারে না, আমি সেটাই করার চেষ্টা করি। আমার মতো সম্পূর্ণ ফুটবলার কেউ নেই।’ এখানেই শেষ নয়।
তিনি আরো বলেন, ‘ফুটবলের ইতিহাসে আমিই শ্রেষ্ঠ।’ গত অক্টোবরে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে হারিয়েই টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছিলেন এই পর্তুগিজ সুপারস্টার।
এবার পঞ্চমবারের মতো ব্যালন ডি’অরের দৌঁড়েও মেসিকে হারিয়ে জিতলেন তিনি। পুরস্কার পেয়ে তিনি এসব কথা বলেন।রোনালদো বলেন, ‘অবশ্যই আমি দারুণ খুশি। কিন্তু এই পুরস্কারটা আমি প্রত্যেক বছরই জিততে চাই।’
