
পর্তুগিজ তারোকা ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে চার সন্তানের পিতা। কয়েকদিন আগে এক সাক্ষাতকারে বলেছিলেন, তিনি ‘লাকি সেভেন’ বা ৭ সন্তানের পিতা হতে চান।
সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু তিন মাসে তিন সন্তানের পিতা হওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়। রোনালদো এই ‘বিরল রেকর্ড’ গড়েছেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এক অনুষ্ঠানে সেরা ফুটবলারের পুরস্কার নিতে এসে নিজেই স্বীকার করলেন এই কথা।
গেলবছরের শেষদিকে সারোগেসির মাধ্যমে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তনের পিতা হন রোনালদো। তবে কার গর্ভে তাদের জন্ম হয়েছে, তা এখনও অপ্রকাশিত। এর মাস তিনেকের মধ্যেই বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আরকেটি সন্তানের জন্ম দেন। মোট চার সন্তান নিয়ে সিআর সেভেনের সুখী পরিবার। সেরার পুরস্কার নিতে এসে তাই জর্জিনাকে নিয়ে একটু মজা করেন তিনি।
পুরস্কার গ্রহণের পর রিয়াল মাদ্রিদ সুপারস্টার বলেন, ‘আমি এই পুরস্কার আমার চার সন্তানকে উৎসর্গ করছি। এটাও আর একটা রেকর্ড। তিন মাসে তিন সন্তানের বাবা হওয়া…। ‘
এই অনুষ্ঠানেই নিজেকে বিশ্বের সেরা ফুটবলার ঘোষণা করেন রোনালদো। সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, ‘ওরা যে যাই বলুক, আমিই সেরা। আর আমিই সেরা থাকব। সেটা আমি বার বার মাঠে প্রমাণ করে দেব। একটা কথা আমি বলি যে, লড়াকু হতে গেলে পর্তুগিজদের মতো লড়াকু হও। আমরা কখনও লড়াই ছেড়ে চলে যাই না। ‘
২০১৭ সালে ৪৬ ম্যাচে ৪২টি গোল করেছেন পর্তুগিজ তারকা। এ বছরে এখন পর্যন্ত করেছেন ৩৫ ম্যাচে ৩৭ গোল। রবিবার জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের ৬-৩ ব্যবধানের জয়ে তার একারই ছিল ৪ গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরিও করে ফেললেন তিনি। যদিও বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে লা লিগায় এখনও তিন নম্বরেই পড়ে আছে রিয়াল।
