
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোনালদোর রিয়ালের জয়ের অপেক্ষা আবারও বাড়ল। ঘরের মাঠেও জয় খরা কাটল না তাদের। তব্র এরআগে ২০১২ সালে ঘরের মাঠে লা লিগায় সর্বশেষ ডিয়াগো সিমিওনের দলের বিপক্ষে জয় পায় রিয়াল। রিয়াল অবশ্য দাপট ধরে খেলেছে কিন্তু জয় পায়নি। এছাড়া রিয়াল প্রথমে গোল করে জয়ের কথা ভাবলেও চার মিনিটের বেশি লিড ধরে রাখতে দেয়নি অ্যাথলেটিকো মাদ্রিদ।
তাই বলা চলে খারাপ সময়টা যেন ভালোভাবেই চেপে ধরেছে রিয়াল মাদ্রিদকে। সেই সময় থেকে যেন মুক্তি পাচ্ছে না রিয়াল। আর এবার রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে অ্যাটলেটিকোর সাথে ড্র করেই পয়েন্ট হারতে হলো রোনালদোদের।
দুঃসহ স্মৃতিকে সঙ্গী করে লিগের ৩১তম ম্যাচে ঘরের মাঠে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল ফর্মের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ। কিন্তু এবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না রোনালদোরা। মাদ্রিদ ডার্বি শেষ হলো ১-১ গোলে অমীমাংসিত থেকেই। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন রোনালদো অন্যদিকে অ্যাটলেটিকোর হয়ে করেন গ্রিজম্যান।
২১৯তম মাদ্রিদ ডার্বিতে শক্তিশাল দল নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। রোনালদো, বেল, আসেনসিওদের নিয়ে গড় আক্রমণভাগ বেশ ভালোই ভুগিয়েছে লা লিগার সেরা ডিফেন্সিভ দলটিকে।
