
রোববার ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে উস্টারশায়ারের হয়ে ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান রস হোয়াইটলি।
১ ওভারে ছয় ছক্কারর পাশাপাশি একটি ওয়াইডসহ ওই ওভার থেকে এসেছে ৩৭ রান!
ঝড় বয়ে যাওয়া সেই আনলাকি প্লেয়ার টি হচ্ছে, ২১ বছর বয়সী ইংলিশ বোলার কার্ল কারভার।
ইনিংসের ১৬তম ওভারটি করতে আসেন এই বলার। প্রথম চারটি বলে ছক্কা হজমের পর তরুণ বাঁহাতি স্পিনার পঞ্চম বলটি করেন ওয়াইড। পরের দুই বলে হজম করেন আরও দুটি ছক্কা।
স্বীকৃত ক্রিকেটে ওভারে ছয় ছক্কার ষষ্ঠ ঘটনা এটি।
প্রথম মেরেছিলেন স্যার গ্যারি সোবার্স।
১৯৮৫ সালে রঞ্জি ট্রফির ম্যাচে বাঁহাতি স্পিনার তিলক রাজের বলে ছয় ছক্কা মেরেছিলেন রবি শাস্ত্রি।
আন্তর্জাতিক ক্রিকেট ছয় ছক্কা প্রথম দেখেছে হার্শেল গিবসের ব্যাটে; ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।
একই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কা মারেন যুবরাজ সিং।
হোয়াইটলির আগে সবশেষটি ছিল ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টেই। ইয়র্কশায়ারের বিপক্ষে মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক ২০১৩ সালে।
