এখন শীত, তার ওপর গত দুই দিন ধরে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি।  এসব উপেক্ষা করে শুক্রবার হয়েছে বিপিএলের প্রথম এলিমিনেটর ও কোয়ালিফাই ম্যাচ।

তবে বৃষ্টির কারণে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচ খেলা হওয়া নিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িযেছে।  আজকের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায় তবে তামিমরা সরাসরি চলে যাবেন ফাইনালে। বিজয়ী দল ১২ ডিসেম্বর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হবে।

এমন সমীকরণ যখন সামনে, ঠিক তখনই বাধা হয়ে দাড়িয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে প্রাই আজকের সারা দিনই বৃষ্টির কথা বলা হয়েছে। কখনো হালকা, আবার কোন কোনো সময় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সকালে ভারী বৃষ্টি হলেও দুপুরের দিক থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই। ফলে মিরপুরের মাঠ ও উইকেট প্রস্তুত করতে ব্যাস্ত হয়ে পরেন মাঠকর্মীরা। পুরোদমে চলছে উইকেটের কাজ। পাশাপাশি চলছে আউটফিল্ড প্রস্তুতেরও কাজ।