অ্যাশেজের বক্সিং ডেতে আজকের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে ঘটলো এক অবাক করা ঘটনা। যখন  ম্যাচের বিরতির সময় হয় তখন স্টেডিয়ামের মাঠে খেলার জন্য সুযোগ করে দেওয়া হয় কয়েকশ শিশুকে।

সেখানে হাজার হাজার দর্শক তাদের উৎসাহ প্রধান করল। তারা যখন মাঠ ত্যাগ করে তখন দর্শকরা তাদের সাথে হাত মিলাল যেমনটা কোন বড় খেলোয়াড় মাঠ ত্যাগ করার সময় করা হয়। এই বয়সেই ক্রিকেটের অন্যতম তীর্থভূমিতে হাজার হাজার মানুষের সামনে খেলাটা সারা জীবন তাদের প্রেরণা দিয়ে যাবে।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের পাইপলাইন কিভাবে উঠে আসে তা আজকের ঘটনার মাধ্যমে আবারো পরিষ্কার হলো। এক একেটা শিশুর জন্য আজকের দিনটা বেশ স্মরণীয়ই বটে। আজকের দিনে থেকে হয়তোবা তারা ভবিষ্যতে অনুপ্রানীত হবে।