২০১৭ সালটা ক্রিকেটে অম্লন মধুর কেটেছে বাংলাদেশের। এর মধ্যে দক্ষিন আফ্রিকা সফরটা ছিলো রীতিমত ভয়ঙ্কর বাংলাদেশের জন্য। অকল্পনীয় ভাবে একই রেকর্ড গড়লো বাংলাদেশ, ভারত ও পাকিস্তান!

ওয়ানডে, টেস্ট, টুয়েন্টি কোন সিরিজেই মাথা তুলে দাড়াতে পারেনি বাংলাদেশ। আর এই সফরেই টেস্টে একটি লজ্জা রেকর্ড ঘড়ে বাংলাদেশ। পচেফস্ট্রুম টেস্টে এক ইনিংসে মাত্র ৯০ রানেই অল আউট হয়েছিল তারা যা বছরের তৃতীয় সর্বনিন্ম স্কোর।

তবে এই তালিকায় শুধু তারাই নেই, সেই সাথে আছে ক্রিকেট পরাশক্তি ও সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত। পাকিস্তানকে ৮১ রানে অল আউট করেছিলো ওয়েস্টইন্ডিজের। তালিকায় তারা আছে দুই নম্বরে।

বাংলাদেশের একটু নিচে ৪ নম্বরে আছে শ্রীলঙ্কা। দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ৯৬ রানে। আর সেরা পাঁচের শেষ নম্বরের জায়গায় আছে ভারত। অষ্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে ১০৫ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। তবে সবার উপরে আছে জিম্বাবুয়ে। ৬৮ রানে অল আউট হয়েছে তারা আফ্রিকার বিপক্ষে। সেটাও আবার ঐতিহাসিক দিবারাত্রির টেষ্ট ম্যাচে।