
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছে। শেষ দিনে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে খেলা শুরুর পর মুমিনুল হকের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের ৯৪ রানে ভর করে ১০৭ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর দিনের খেলা ১৭ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় উভয় দল।
দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন মুমিনুল হক। পাঁচ দিনে ২৪ উইকেট পতনের মধ্য দিয়ে ১৫৩৩ টি রান হয়েছে চট্টগ্রাম টেস্টে।
স্কোর কার্ড…
বাংলাদেশ প্রথম ইনিংস: ৫১৩ (মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, মাহমুদউল্লাহ ৮৩* তামিম ৫২, ইমরুল ৪০, সাঞ্জামুল ২৪; লাকমাল ৩/৬৮, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, দিলরুয়ান ১/১১২।)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৭১৩/৯ডি. (সিলভা ১৭৩ , মেন্ডিস ১৯৬, রোশেন ১০৯, চান্দিমাল ৮৭; মোস্তাফিজ ১/১১৩, সাঞ্জামুল ০/১৫৩, মিরাজ ৩/১৭৩, তাইজুল ৪/২১৯)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩০৭/৫ (তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১০৫, লিটন ৯৪, রিয়াদ ২৮*, মোসাদ্দেক ৮*।)
শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে মাঠে নামেনি।
