
বাংলাদেশ সফরকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেছেন অস্ট্রেলিয়ার। সে ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার দেশের মাটিতে অনুশীলন ম্যাচে পেসার জশ হ্যাজেলউডের বলে ঘাঁড়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন। মঙ্গলবার ডারউইনে হ্যাজেলউডের এক বাউন্সার হুক করতে গিয়ে ব্যাট-বলের স্পর্শ ঘটাতে ব্যর্থ হলে ঘাঁড়ে আঘাত পান তিনি।
 আঘাত পেয়ে সাথে সাথেই মাঠ ত্যাগ করতে হয় ওয়ার্নারকে।
ওয়ার্নার মাঠ ত্যাগের পর দলের মেডিকেল স্টাফদের দ্বারা প্রাথমিক চিকিৎসা নেন ওয়ার্নার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের অবস্থা থেকে এখনো কোন কিছু জানায়নি।
বাংলাদেশে সফরে আসার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম দু’ভাগে বিভক্ত হয়ে তিন দিনের প্রস্তুতি খেলেন। অধিনায়ক স্টিভেন স্মিথ একাদশ ও ওয়ার্নার একাদশ মুখোমুখি হয়। চলতি মাসের ১৮ আগস্ট দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়ার। আগামী ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
