
ভাষার মাস ফেব্রুয়ারি মাস। এই মাসে মায়ের ভাষা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে বাংলার তরুন প্রাণ। তাই আমরা প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহিদদের কে গভীর ভাবে স্বরণ করি। ২১ শে ফেব্রুয়ারি শহীদ হয়েছে সালম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরও অনেকে।
এই দিনটিকে স্বরণীয় করে রাখার জন্য দেশবাসী বিভিন্ন কিছুর আয়জন করে। ঠিক তেমনি ভাবে ময়মনসিংহের খাগডহরে আয়জন করা হচ্ছে এক প্রিতি ক্রিকেট ম্যাচ। খাগডহর বয়েস স্পোর্টিং ক্লব এর আয়জনে হচ্ছে এই ক্রকেট ম্যাচ।
ভাষা শহিদ দিবস উপলক্ষে প্রিতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবে দুই দল বাংলাদেশ টাইগারস বনাম বাংলাদেশ লাইয়নস।
খেলাটি অনুষ্ঠিত হবে খাগডহর মদিনা নগর বাইপাস রোড সংলগ্ন মাঠে। ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ২:৩০টা।
সভাপতিঃ জনাব, মোঃ আহসান উদ্দিন সোহেল সভাপতি ১নং ওয়ার্ড কৃষকলীগ ময়মনসিংহ মহানগর।
প্রধান অতিথিঃ জনাব, মোঃ ইকরামুল হক (টিটু) মেয়র, ময়মনসিংহ পৌরসভা।
