ভাষা শহিদদের স্বরণে ময়মনসিংহের খাগডহর এলাকায় অনুষ্ঠিত হয়ে গেলো এক প্রিতি ক্রিকেট ম্যাচ। খাগডহর বয়েস স্পটিং ক্লাবের উদ্দগে আয়জন করা হয়েছে এই ম্যাচ।

এই খেলায় মুখমুখি হয় দুই দল। বাংলাদেশ টাইগার বনাম বাংলাদেশ লায়ন। খেলাটি শুরু হওয়ার কথা ছিলো বেলা ২:৩০ টা। অনিবার্য কারণ বসত খেলাটি শুরু হয় ৩:৩০ টা। তাই ২০ ওভারের খেলাটি ১২ ওভারে সম্পন্ন করা হয়।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ লায়ন দলের অধিনায়ক। ব্যাটিংয়ে নেমে ৪ বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে লায়ন বাহীনি।  দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করে শাওন। সেই সাথে আবির করে ১৪ রান। এছাড়া আর কেও রান করতে পারেনি। বাংলাদেশ টাইগার বাহিনীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করে সৌকত। অধিনায়ক শ্রাবণ ও লিমন নেয় ২টি করে উইকেট।

৬৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগার বাহীনি। এর পর লিমন ও অধিনায়ক শ্রাবণ এর অপরাজিত জুটিতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় টাইগার বাহীনি। দলের হয়ে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলে লিমন।

দুর্ধান্ত বলিং ও ব্যটিং করে ম্যাচ শেরা পুরুস্কার জিতে লিমন। তার ইনিংসের ছিলো ৫টি ছয় ২টি চার।