রুদ্ধশ্বাস ম্যাচে মাহমুদউল্লাহর ছয়ে নিদহাস ট্রফিতে শ্রীলংকাকে ২ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় টাইগার বাহিনী। সে সময় সারাদেশের মানুষের মতো প্রবাসীরাও চোখ রেখেছিলো টেলিভিশনের পর্দায়। এমনই উত্তেজনাকর খেলা দেখছিলেন ক্রিকেট পাগল লস এনজেলেস প্রবাসী মিয়া হোসেন নিলু (৫৫),। টরেনসের বাসভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৬ই মার্চ সকাল বেলা।

সে সময় বাংলাদেশের বিজয়ে উত্তেজিত হয়ে পডলে নিলু। তাই তাৎক্ষনিক হার্ডএটাকে সোফায় বসা অবস্হায় মৃত্যু বরণ করেন তিনি।

কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিলু ঢাকার মোহম্মদপুর নূরজাহান রোডের নিবাসী। দীর্ঘ কাল যাবত তিনি লস এনজেলেসে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুটি সন্তান সহ পরিবার পরিজন রেখে গেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ই মার্চ দুপুর ১২টায় গার্ডেন গ্রোভ মসজিদে জানাজা হবে। বিষয়টি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন কাজী মশহুরুল হুদা।