
ক্রিকেটের সব থেকে জনপ্রিয় ফরম্যাট হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট। বিভিন্ন দেশে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ বেশি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ফরম্যাট পরিবর্তন হবে, নতুন কিছু আসবে, এটাই স্বাভাবিক। এবার ক্রিকেটে আসতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট লিগ। যেখানে প্রতি দল ১০০ বল করে খেলা সুযোগ পাবে। ২০২০ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লীগে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইতিমধ্যে এ বিষয়ে সুপারিশ করেছে।
আটটি দলকে নিয়ে ২০২০ সালে ইংল্যান্ডে শুরু হবে ১০০ বলের লিগ। যেখানে প্রত্যেক দল ১৫টি ওভার খেলবে। তার সঙ্গে আরো ১০টি বল অতিরিক্ত খেলার সুযোগ পাবে। কিন্তু এই ১০টি বল কখন, কিভাবে করা হবে সেটা এখনো পরিস্কার করেনি তারা। ১০০ বলের ক্রিকেটের ক্ষেত্রে সাউদাম্পটন, ব্রিমিংহাম, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ ও নটিংহ্যামশায়ার ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। পাঁচ সপ্তাহে শেষ হবে ১০০ বলের ক্রিকেট লিগ। তবে এই ক্রিকেট তারা কাউন্টির অন্যান্য ফরম্যাটের পাশাপাশি চালাবে। কাউন্টিতে বর্তমানে চারদিনের, ৫০ ওভারের ও ২০ ওভারের ক্রিকেট প্রচলিত আছে।
