টেস্ট ক্রিকেটে টস আর নাও থাকতে পারে। আইসিসির ক্রিকেট কমিটি টেষ্ট ক্রিকেটে টসের সুবিধা ও অসুবিধার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গেই দেখছে। চলতি মে মাসের শেষের দিকে মুম্বাইয়ে (ভারত) আইসিসির সভায় এইই বিষয় নিয়ে বড়সড় বিতর্ক হতে পারে। তবে জানা গেছে, একের অধিক প্রতিনিধিই নাকি টস বিলুপ্ত করার পক্ষে পক্ষে অবস্থান নিয়েছেন।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট মাঠে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ইতিহাসের প্রথম টেস্ট থেকেই টস প্রথা চলে আসছে। নিয়ম অনুযায়ী, স্বাগতিক দল টস করে। এরপর যে দল জিতে, সেই দল নিজের পছন্দমতো ব্যাটিং বা বোলিং বেছে নেয়।

টেস্টে ক্রিকেটে টসের মাধ্যমে অনেক সময় জয়-পরাজয়ের বড় নির্ধারক হয়ে যাচ্ছে। তাই বেশ কয়েক বছর ধরেই একটি অভিযোগ শোনা যাচ্ছে, স্বাগতিক দল নিজের পছন্দমতো উইকেট তৈরি করে সহজেই কোনঠাসা করে ফেলতে পারছে প্রতিপক্ষ দলকে। এই সমস্যার সমাধানে ২০১৯ সাল থেকে শুরু নতুন ফরমেটের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই টস বিলুপ্তির দাবি তোলা হচ্ছে জোরেসোরে।

আইসিসির কমিটিতে আছেন অনিল কুম্বলে, অ্যান্ড্রু স্ট্রাউস, মাহেলা জয়াবর্ধনে, রাহুল দ্রাবিড়, টিম মে, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, আইসিসি ম্যাচ রেফারিদের প্রধান রঞ্জন মাদুগালে, শন পোলক এবং ক্লার কনর। আগামী ২৮-২৯ মে আইসিসির সভায় তারা টসের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেবেন।