একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ বা এর বেশি রান তাড়া করে জয়ের সংখ্যা মাত্র ৬৬ টি। ওডিয়াই ক্রিকেটের ইতিহাসে মাত্র ৬৬ বার এরকম ঘটনা ঘটেছে।

ওয়ানডেতে বাংলাদেশ ৩ বার তিনশ এর বেশি রান চেজ করে ম্যাচ জিতেছে।

প্রথমটি ২০০৯ সালের আগস্টে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে।

প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১২ রান করে। এরপর জবাব দিতে নেমে তামিম ইকবালের ক্যারিয়ার সেরা ১৫৪ রানের উপর ভর করে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।

দ্বিতীয়টি ২০১৩ সালের নভেম্বরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৭ রান করে।

জবাব দিতে নেমে শামসুর রহমানের ৯৬ ও নাইম ইসলামের ৬৩ রানের উপর ভর করে ৪ বল হাতে রেখেই লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।

তৃতীয়টি ২০১৫ সালের মার্চে নেলসনের স্যাক্সটন ওভালে।

প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৮ রান করে।

জবাবে তামিমের ৯৫, মুশফিক, রিয়াদ ও সাকিবের হাফ সেঞ্চুরি এবং সাব্বিরের অপরাজিত ৪২ রানের উপর ভর করে ১১ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।

৩০০ বা তার বেশি চেজ করে জয়ী হওয়া ম্যাচের সংখ্যা —

.

ভারত – ১৫

শ্রীলংকা -১০

অস্ট্রেলিয়া – ৯

সাউথ আফ্রিকা – ৬

ইংল্যান্ড – ৫

পাকিস্তান – ৫

নিউজিল্যান্ড – ৪

বাংলাদেশ – ৩

জিম্বাবুয়ে – ৩

আয়ারল্যান্ড – ৩

ওয়েস্ট ইন্ডিজ – ১

স্কটল্যান্ড – ১

কানাডা – ১