
বেশ কিছু দিন আগেই ১০০ বলের ক্রিকেট ম্যাচ আয়জনের কথা ভেবে রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে এই ম্যাচে প্রতি দলে থাকবে ১২ জন ক্রিকেটার। এই সংস্করণে ২০০৫ সালে বাতিল হয়ে যাওয়া ‘সুপারসাব’ ধারণাই এদিক-ওদিক করে প্রয়োগ করতে চাচ্ছে ইসিবি।
১০০ বলের ক্রিকেট ম্যাচের কথা আগেই জানিয়েছিল ইসিবি। এখন আরেকটি নতুন তথ্য প্রকাশ করল তারা। এই ক্রিকেটে প্রতি দল ১২ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামতে পারবে!
মাঠে ১২ জন খেলোয়াড় অবশ্য নামবেন না। ২০০৫ সালে ওয়ানডে ক্রিকেটে ‘সুপারসাব’ চালু করেছিল আইসিসি। সে প্রক্রিয়াতে ব্যাটিং বা ফিল্ডিং দল ম্যাচের যে কোনো সময় প্রয়োজন বুঝে খেলোয়াড় বদলে নিতে পারত। প্রথম ব্যাট করা দল রান করতে না পারা ব্যাটসম্যান বদলে বোলার আর ফিল্ডিংয়ে নামা দল বোলিং না করা খেলোয়াড়ের বদলে পুরোদস্তুর ব্যাটসম্যান নামাবে, এ চিন্তা করেই বানানো হয়েছিল সে নিয়ম। কিন্তু টসের ওপর নির্ভর করে অনেক দলই তাদের দ্বাদশ খেলোয়াড় ব্যবহার করতে না পারায় ১০ মাসের মাথায় এ পরীক্ষা-নিরীক্ষা বাতিল করতে হয়েছিল।
তার গত সপ্তাহে বলা হয়েছে ১০০ বলের ক্রিকেট ম্যাচে ছয় বল নয় ওভার হবে পাঁচ বলে। এরপর এমন সিদ্ধান্তে প্রথাগত ক্রিকেটপ্রেমীরা বিরক্ত হতে বাধ্য। কারণ, এমসিসি এর আগেই বলে দিয়েছে, ১০০ বলের ক্রিকেটে ইসিবি নিজেদের মতো যে নিয়মই বানাক, তারা বাধা দেবে না!
