
ক্রিকেটে আশঙ্কাজনক হারে বেড়েছে স্লো ওভার রেট। গেল ১২ মাসের স্লো ওভার রেটের হার গত ১১ বছরে সর্বোচ্চ পরিমাণ। অধিনায়কের জরিমানা করলেও থামানো যাচ্ছেনা স্লো ওভার রেট। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিশেষজ্ঞদের মতে, এমন চলতে থাকলে তা ক্রিকেটের নীতি টিকিয়ে রাখার হুমকি হয়ে দাঁড়াবে। তাই আইসিসির পক্ষ থেকে স্লো ওভার রেট রোধে নেওয়া হয়েছে নতুন এক পন্থা।
আইসিসির বেঁধে দেয়া সময়ের চেয়ে বেশি সময় অপচয় হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দলকে নির্দিষ্টসংখ্যক রান জরিমানা করা হবে।
সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারাদের নিয়ে গড়া আইসিসির বিশেষজ্ঞ কমিটি স্লো ওভার রেটের সমস্যা রুখতে ‘শট ক্লক’ নামে এক পন্থার প্রস্তাব করেছেন।
নতুন প্রস্তাবিত শট ক্লক কমাবে এই অপরাধ এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। শট ক্লক নিয়মের আওতায় দুই ওভারের মধ্যবর্তী সময়, ব্যাটসম্যান আউট হওয়ার পরে নতুন ব্যাটসম্যান আসা পর্যন্ত সময়, খেলার মাঝে আরো অন্যান্য আনুষঙ্গিক সময়গুলো হিসেব রাখা হবে।
