অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পেস অ্যাটাকের অন্যতম হাতিয়ার হলেন তিনি। তিনি আর কেউই নন? জস হ্যাজেলউড।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কবলে পরে দল থেকে ছিটকে পড়েন তিনি। পরে আর তাকে দলে ডাকা হয়নি। সাইড ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি।

তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষ থেকে জানানো হয়, তারা এখনো হ্যাজেলউডের ব্যপারে পুরোপুরি ভাবে নিশ্চিত নন। ডক্টরের রিপোর্টের জন্য অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়া। ইনজুরি যদি গুরুতর না হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে ২য় টেস্টে দেখা যাবে হ্যাজেলকে।

আর যদি তা না হয় তাহলে বাংলাদেশ সিরিজ শেষ তার। সেই সঙ্গে পরের সিরিজ অর্থাৎ ভারতের বিপক্ষে মাঠে দেখা যাবে না এই অজি ফার্স্ট বোলারকে।