
চলতি মাসে বাংলাদেশ আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের উন্নতি খুব বেশিই হচ্ছে। মাত্র কয়েকদিন আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান দল এখন ওয়ানডে র্যাংকিংয়ে সেরা ১০ নম্বরে। আর সবকিছুকে ছাপিয়ে গিয়ে আগামী ২৫শে সেপ্টেম্বর ঢাকায় আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৫টি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় আসছে। ২৮ সেপ্টেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একদিন বিরতি দিয়ে ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে। ২ ও ৪ অক্টোবর যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ওয়ানডে। ঢাকায় ফিরে মিরপুরে ৭ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।
