
ওয়ানডেতে এক ইনিংসে ১০০ বা তার অধিক রান খরচে বোলার সমূহ।
১. মিক লিভিজ (অস্ট্রেলিয়া) ১০-০-১১৩-১ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
২. ওহাব রিয়াজ (পাকিস্তান) ১০-০-১১০-০ প্রতিপক্ষ ইংল্যান্ড
৩. ভুবনেশ্বর কুমার (ভারত) ১০-০-১০৬-১ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড) ১০-০-১০৫-০ প্রতিপক্ষ ভারত
৫. ব্রায়ান ভেটোরি (জিম্বাবোয়ে) ৯-০-১০৫-১ প্রতিপক্ষ নিউজিল্যান্ড
৬. মার্টিন সেইডেন (নিউজিল্যান্ড) ১২-০১-১০৫-২ প্রতিপক্ষ ইংল্যান্ড
৭. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ১০-২-১০৪-১ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
৮. বিনয় কুমার (ভারত) ৯-০-১০২-১ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯. দেওলাত জর্ডান (আফগানিস্তান) ১০-১-১০১-২ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
