১) সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হবার রেকর্ড টেস্টে জিওফ অ্যালট ০(৭৭) এবং ওডিআইতে রুনাকো মর্টন ০(৩১) ।

২) উইকেট কিপার ছাড়া ফিল্ডার হিসেবে এক টেস্টে সর্বোচ্চ ক্যাচ ৮ টা নেওয়ার রেকর্ড আজিঙ্কা রাহানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ।

৩) পাকিস্তানের স্পিনার আব্দুর রহমান ওডিআই ইতিহাসের একমাত্র বোলার যে প্রথম তিনটি বলই বিমার হওয়ায় কোন বল গণনা করা হয়নি এবং কোন বল না করেই ঐ ইনিংসে বোলিংএ নিষিদ্ধ হয় ।

৪) অস্ট্রেলীয়ার স্টিভেন স্মিথ একমাত্র ক্রিকেটার যে অধিনায়ক হিসেবে অভিষিক্ত ওডিআই ও টেস্টে সেঞ্চুরি করেছে ।

৫) ফাস্ট ক্লাস ক্রিকেটে ইনিংসে সবচেয়ে ভালো বোলিং ফিগার হচ্ছে ইয়র্কশায়ারের বামহাতী স্পিনার হেডলি ভেরিটির (১৯.৪–১৬–১০–১০) নটিংহামশায়ারের বিপক্ষে ১৯৩২ সালে ।

৬) ক্রিস গেইল একমাত্র ক্রিকেটার যে টেস্টের প্রথম বলে ছক্কা মারার রেকর্ড আছে ।

৭) ওডিআইতে সবচেয়ে লম্বা ওভার করার রেকর্ড পাকিস্তানের বোলার মোহাম্মদ সামির বাংলাদেশের বিপক্ষে । ২০০৪ সালের এশিয়া কাপের ঐ ওভারে সামি করেছিল ১৭ টি ডেলিভারি এবং ঐ ওভারে এসেছিল ২২ রান । সামির ঐ ওভারটি ছিল এরূপ , wd-4-2-nb-wd-nb1–0-wd-wd-0-wd-nb–wd-wd-nb-0-4 ।

৮) অস্ট্রেলীয়ান পেসার পিটার সিডল তার জন্মদিনের দিন হ্যাটট্রিক করেছিলেন ।

৯) নিউজিল্যান্ডের টেইলর তার জন্মদিনে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলো বিশ্বকাপে।

১০) সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড শেন ওয়ার্নের (১৪৫ টেস্টে ৩১৫৪ রান) ও সবচেয়ে বেশি ওডিআই রানের রেকর্ড মিসবাহ উল হকের (১৬২ ওডিআইতে ৫১২২ রান) ।