শ্রীলংকার মাটিতে নিদাহাস ট্রফির জন্য টাইগারদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রধান কোচ খুজে না পাওয়ার কারণে  প্রধান কোচের দায়িত্ব পালন করবে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ইনজুরি শংকা নিয়েও শ্রীলংকা যাচ্ছেন সাকিব আল হাসান “অনুরোধ করলেও ফিরছেন না মাশরাফি” সাকিব না খেললে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ!!

দলে ফিরছেন ইমরুল,রুবেল, তাসকিন,সোহান,মিরাজ ও রনি”বাদ পড়েছেন মেহিদী,জাকির,সাফউদ্দিন, আফিফ!

বোর্ড সভাপতি নাজমুল হাসান কিছুদিন আগে মাশরাফি বিন মুর্তজাকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরানোর কথা বলেছিলেন। আজ তিনি জানালেন, অবসর ভেঙে টি-টোয়েন্টিতে মাশরাফির ফেরার কোনো সম্ভাবনা নেই।