
নেইমারের পিএসজি আজ মাঠে নামেন সেন্ট এতিয়েন এর বিপক্ষে। টানা দুই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ ও ৩ গোল, ৩ এসিস্ট করলেও আজ এক গোল করতে পারেন নি।
তবে পোর ম্যাচেই ছিলো আগের মতো রাজকীয় দাপুটে। পুরো ৯০ মিনিট খেলে গোল না পেলেও কয়েকটি দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেন নেইমার কিন্তু কাভানি আর ডি মারিয়ার সহজ মিসের মহড়ায় ভেস্তে গেছে।
পিএসজি 3 – 0 সেন্ট এতিয়েন (গোল > কাভানি ২ গোল, থিয়াগো মট্টা ১ গোল)
