দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের যে টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি তাতে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ । আর বাদ পড়েছেন নাসির হোসেন।

বাংলাদেশ স্কোয়াডঃ

১. মুশফিকুর রহিম (অধিনায়ক),

২. তামিম ইকবাল,

৩. সৌম্য সরকার,

৪. ইমরুল কায়েস,

৫. মুমিনুল হক,

৬. মাহমুদউল্লাহ রিয়াদ,

৭. সাব্বির রহমান,

৮. লিটন দাস,

৯. মেহেদী হাসান মিরাজ,

১০. তাইজুল ইসলাম,

১১. মুস্তাফিজুর রহমান,

১২. তাসকিন আহমেদ,

১৩. শুভাশীষ রায়,

১৪. রুবেল হোসেন,

১৫.শফিউল ইসলাম।