গতকাল কোপা দে ফ্রান্স এর ফাইনাল ম্যাচে লেস হারবিয়ের্স এর বিপক্ষে খেলার ৮০ মিনিটের মাথায় লিগামেন্ট এর ইনজুরি তে পড়েন দানি আলভেজ।
ডাক্তার চেক আপ করার পর বলেছেন দানির বিশ্বকাপ খেলা আশঙ্কার মুখে যা ব্রাজিল সাপোর্টারসদের জন্য খুবই কষ্টদায়ক খবর।

৩৫ বছর বয়স্ক আলভেজ ব্রাজিলের হয়ে অভিষেক করেন ২০০৬ সালে এবং এরপর তিনি ১০৭ টি ম্যাচ ক্যানারিনহোদের হয়ে মাঠে নেমেছেন। ব্রাজিলের ইউথ টিমের হয়ে চ্যাম্পিয়ন হন ২০০৩ সালে এবং একটি কোপা আমেরিকা সহ দুটি কনফেডারেশন কাপ জেতেন এই বর্ষীয়ান রাইট ব্যাক।

প্রায় সকল টুর্নামেন্ট জেতা এই খেলোয়ারের মুকুটে একটি পালকই অপ্রতুল এবং তা হলো স্বপ্নের বিশ্বকাপ। ব্রাজিলের হেক্সা মিশনে দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং ডান পাশের অতন্ত প্রহরী আলভেজের জন্য রইলো শুভ কামনা ।