
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের দুই দিনব্যাপী নিলাম শেষ হয়েছে আজ। শনিবার থেকে শুরু হওয়া এ নিলাম শেষ হয়েছে কাল। আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের কিনে দল সাজিয়েছে। আর এ আসরের জন্য শক্তিশালী দল গঠন করেছে চেন্নাই সুপার কিংস।
ব্যাটসম্যান-
১) মুরলী বিজয়,
২) ডুপ্লেসি,
৩) সুরেশ রায়না,
৪) কেদার যাদব,
৫) ধোনি,
৬) স্যাম বিলিংস,
৭) অম্বতি রাইডু,
৮) জগদেশন নারায়ন,
৯) ধ্রুব সোরে,
১০) চৈতন্য বিষনৈ৷
বোলার-
১) হরভজন সিং,
২) ইমরান তাহির,
৩) মার্ক উড,
৪) শার্দুল ঠাকুর,
৫) লুঙ্গি এনগিদি,
৬) করন শর্মা,
৭) দীপক চাহার,
৮) মনু কুমার,
৯) আসিফ কে এম,
১০) কনিষ্ক শেঠ৷
অলরাউন্ডার- ১)
ব্রাভো,
২) শেন ওয়াটসন,
৩) রবীন্দ্র জাদেজা,
৪) স্যান্টার,
৫) ক্ষিতিজ শর্মা।
