
মাঠে নামার পর থেকেই দুর্ধান্ত খেলতে থাকে চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষ দাপুটে জয় ছিনিয়ে আনে চেন্নাই। তবে বেঙ্গালুরুর বোলাররা কিছুটা হলেও ম্যাচটা টানটান উত্তেজনায় নিয়ে গিয়েছিলো। যখন ১৭ বলে ২১ রান প্রয়জন তখন উইকেটে ছিলো ধোনি। তখন জয় পেতে খুব বেশি অপেক্ষা করলো না ধোনি। চাওলার ৩ বলে তিন ছক্কা মেরে বেঙ্গালুরুর আইপিএলে থাকার আশা ধুলায় মিশিয়ে দেন ধোনি। ধোনির ২৩ বলে ৩১ রানের ইনিংসে ভর করে ১২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় চেন্নাই।
টসে হেরে প্রথম ব্যাট করেতে নামে বেঙ্গালুরু। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ছন্নছাড়া বেঙ্গালুরু। মাত্র ৫ রান করে করে প্রোটিয়া গতি তারকবা এনগিডির বলে আউট টি-২০ ক্রিকেটের বিগ হিটার ম্যাককালাম। আসরে প্রথম বারের মতো সুযোগ পাওয়া পার্থিব প্যাটেলের সাথে কোহলি এগিয়ে যাচ্ছিল। কিন্তু জাদেজার বলে মাত্র ৮ রান করে কোহলির বিদায়ের পর ধস নামে বেঙ্গালুরু শিবিরে। এক প্রান্তে প্যাটেল লড়াই করে যাচ্ছে আর অন্য প্রান্তে আশা যাওয়ার একটি যাচ্ছে ডি ভিলিয়ার্স, মানদীপ সিং, কোলিন ডি গ্রান্ড হোমরা। প্রথম ৭ ব্যাটসম্যানের ৬ জনই ২ অঙ্কের কোটা পার করতে পারেনি। ২ ম্যাচে পরে ফিরেও মাত্র ১ রান করে হরভজানের শিকার হয় ডি ভিলিয়ার্স। কিন্তু প্রথম বারের মতো সুযোগ পেয়ে ফিফটি করলেন পার্থিব প্যাটেল। ৪১ বলে ৫৩ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এক পর্যায়ে একশ রানের নিচে অলআউট হওয়ার চোখ রাঙ্গানি দিচ্ছিল। কিন্তু শেষ দিকে টেলেন্ডার টিম সাউদির ২৬ বলে ৩৬ রানের মূল্যবান ইনিংসে ভর করে ১২৭ রানের পুচি পায় বেঙ্গালুরু।
