আন্তর্জাতিক ক্রিকেটকে কি বিদায় জানাবেন ধোনি। যতই দিন যাচ্ছে ততই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময় চলে আসছে। ২৬ ডিসেম্বর ২০১৪ হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ধোনি।  অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ছিলো তার ক্যারিয়ারের শেষ টেস্ট।

টেস্ট থেকে বিদায় নিয়ে চার বছর সময় পার করেছেন৷ ১৭ জুলাই ২০১৮ ইংল্যান্ডের লিডস স্টেডিয়াম, ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পরাজিত হয় ভারত। পরাজিত হয়ে মাঠ ছাড়ার সময় আম্পায়ারের কাছ থেকে ম্যাচের বলটি চেয়েনন ধোনী৷ আর এতেই প্রশ্ন উঠে গেল সবার মনে তাহলে কী এবার সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি!

ম্যাচ শেষে আম্পায়ারের হাত থেকে ধোনির বল নেওয়া৷ সবার মনে একটিই প্রশ্ন, ২৮ বছর পর দ্বিতীয়বারের জন্য ভারতবাসীকে বিশ্বকাপের স্বাদ দেয়া ‘মিস্টার কুল’ কী সত্যি সরে যাচ্ছেন!

ইংল্যান্ড সফরের আগেই শেষ আইপিএলে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অধিনায়ক হিসেবে ধোনির পারফরম্যান্স ছিল অসাধারণ৷ কিন্তু ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে চেনা ধোনিকে খুঁজে পেতে অসুবিধে হয়েছে৷ নিজের টেস্ট পারফরম্যান্স পড়ছে এটা আঁচ করে হঠাৎই সরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ‘রাঁচি কা রনৌক’৷ তাই ম্যাচ শেষে আম্পায়ারের কাছ থেকে ধোনির বল চেয়ে নেয়া দেখেই অনেকেই আঁচ করেছেন এবার হয়তো ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে ধোনি৷