
ঢাকা প্রিমিয়ার লিগে দল গঠনে এবার বাজিমাত করেছে আবাহনী লিমিটেড। অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা দলে ভিড়িয়েছে রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের।
প্লেয়ার ড্রাফটের আগেই মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ এই তিনজন ক্রিকেটারকে ধরে রাখে গত আসরে শিরোপা ঘরে তোলা দলটি
এখানেই শেষ নয়। লিগ শুরুর এক দিন আগে আকাশী-নীল শিবির দলে ভিড়িয়েছে সাব্বির রহমান, সৌম্য সরকার, সানজামুল ইসলাম ও নাজমুল ইসলাম অপুকে।
সব মিলিয়ে আবাহনী যেন আরেকটা বাংলাদেশ দল! অবশ্য বাংলাদেশ দল বলাই যায়। কেননা, আবাহনীর ১৪ সদস্যর দলের ১২ জন ক্রিকেটারেরই যে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।
প্লেয়ার্স ড্রাফটে সৌম্যকে নিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সাব্বিরকে নিয়েছিল ঢাকা লিগে নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব। সাব্বির ছাড়াও সানজামুল এবং অপুকেও নিয়েছিল নবাগত এই ক্লাবটি।
প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী কোনো ক্লাব চাইলে বাকি ১১ ক্লাব থেকে সর্বোচ্চ আটজন ক্রিকেটার সমঝোতার ভিত্তিতে নিতে পারবে। তবে তিনজনের বেশি ক্রিকেটার কোনো ক্লাব ছাড়তে পারবে না। এই নিয়মেই অন্যান্য ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করে লিগ শুরুর একদিন আগে উত্তরা স্পোর্টিং ক্লাব দলে টেনেছে চার ক্রিকেটার। আর ছেড়ে দিয়েছে সাব্বির-সানজামুল-অপুকে।
২৫ ফেব্রুয়ারি, সোমবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ওয়ানডে লিগ শুরু হবে ৮ মার্চ। আগামী আড়াই মাস দেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন রঙিন পোশাকে সাদা বলের জমজমাট লড়াইয়ে।
আবাহনী স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন। সানজামুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
