
টাইগাররা ফাইনাল খেলবে এই কথা শুনলে, মনে পরে.. ১৬ কোটি মানুষের অশ্রু জড়া নির্ঘুম রাতের কথা… মনে পরে.. ২০০৯ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গিয়েও হেরে যাওয়ার কথা।
২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুঃখজনক হার। ২০১৬ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত হার। আবারও একটি ফাইনালের সামনে বাংলাদেশ।
নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ইনশাআল্লাহ্ আমরা জিতবই… সুখের কাঁন্নার জোয়ার বয়ে আসুক। গ্যালারীতে, প্যাভিলিয়ন, ড্রেসিংরুম, শহরে বন্দরে, কোটি ক্রিকেট ভক্তের মুখে ফুঁটে ওঠা একটু প্রাণ খোলা হাসি… এবং এক সঙ্গে পুরো বাংলাদেশের মানুষ জোড়ে চিৎকার করে বলতে চাই ফাইনালে জিতে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম….
তবে এবারের কাঁন্নাটা কাঁদতে চাই ফাইনাল জয়ের আবাগে ।
