
অবশেষে সকল আলোচনার অবসান ঘটিয়ে ফিফা গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতল পিএসজি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দেম্বেলে, জেসুসকে কাটিয়ে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেনিলেন তিনি।
চলতি মৌসুমে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর দুর্দান্ত ছন্দে আছেন তিনি। প্যারিসের হয়ে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১১টি। সমান ৪ টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। আক্রমন ভাগে ব্রাজিলীয়ান সুপারস্টার নেইমারের সাথে মিলে ভয়ানক একটি জুটি গড়ে তুলেছেন এই ফরাসি তারকা।
এই অ্যাওয়ার্ডের জন্য সাংবাদিকদের ভোটে জয় পেয়েছেন তিনি। সেখানে এমবাপ্পে ভোট পেয়েছেন ২৯১টি। ১৪৯টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা তারকা দেম্বেলে । তবে আশ্চর্য জনক ভাবে তিন নাম্বার দখল করেছেন ম্যানইউ তারকা রাশফোর্ড। তিনি ভোট পেয়েছেন ৭৬টি। ৭২ ভোট নিয়ে চতুর্থ হয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। মিলান তারকা ধুনারুম্মা রয়েছেন তালিকার ৫ নম্বরে।
