
আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড বনাম সফরকারী ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেসট সিরিজের প্রথম টেস্ট।
সেই সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড।
ইংল্যান্ডের ১৩ সদস্যের দল :
১) জো রুট,
২) অ্যালাস্টিয়ার কুক,
৩) কেটন জেনিংস,
৪) ডেভিড মালান,
৫) জনি বেয়ারস্টো,
৬) মইন আলি,
৭) বেন স্টোকস,
৮) জস বাটলার,
৯) আদিল রশিদ,
১০) স্যাম কুরান,
১১) স্টুয়ার্ট ব্রড,
১২) জেমস অ্যান্ডারসন,
১৩) জেমি পোর্টার।
