
এশিয়া কাপে অচেনা ছিলো পাকিস্তানি অপেনার ফখর জামান। পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান! তার পরো পিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে রেখেছে।
পিসিবির প্রধান নির্বাচক ইমজামাম উল হক মনে করেন অফফর্মে থাকা ব্যাটসম্যানকে দলে রাখা মানে জুয়া খেলার সমতুল্য। তাই তিনি বলেন, ‘আমি টেস্ট দলে তাকে নিয়ে একটি জুয়া খেলেতে যাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত যে সে যখন ফর্ম ফিরে পাবে তখন বড় ইনিংস খেলবে।’
এর আগেও দলকে বহুবার বড় ইনিংস খেলেছে ফখর জামান। এ কারণে তার উপর আস্থা রেখে ইমজামাম বলেন, ‘সে বড় মাপের ক্রিকেটার এবং দুই একটা খারাপ ইনিংসের মানে এই না যে আমরা এমন খেলোয়াড়কে পরিবর্তন করব যে কিনা কিছু দিন পূর্বেও আমাদের জন্য ভাল পারফর্ম করেছে।’
