আন্তজাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে হেরেও ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানেই থাকছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি। তবে স্পেনের বিপক্ষে লজ্জা জনক ভাবে পরাজিত হয়ে গত বিশ্বকাপের রানার্সআপ দল আর্জেন্টিনা এক ধাপ পেছাবে।

বার্লিনে মঙ্গলবার রাতে গ্যাব্রিয়েল জেসুসের একমাত্র গোলে জার্মানিকে হারায় ব্রাজিল। এই জয়েও জার্মানিকে টপকাতে পারছে না তিতের দল। আগের মতো দ্বিতীয় স্থানে থাকবে ব্রাজিল। আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ২০ দল

১. জার্মানি

২. ব্রাজিল

৩. বেলজিয়াম

৪. পর্তুগাল

৫. আর্জেন্টিনা

৬. সুইজারল্যান্ড

৭. ফ্রান্স

৮. স্পেন

৯. চিলি

১০. পোল্যান্ড

১১. পেরু

১২. ডেনমার্ক

১৩. ইংল্যান্ড

১৪. তিউনিসিয়া

১৫. মেক্সিকো

১৬. কলম্বিয়া

১৭. উরুগুয়ে

১৮. ক্রোয়েশিয়া

১৯. নেদারল্যান্ডস

২০. ইতালি