আগামীকাল শুক্রবার ব্রাজিলকে কাঁদিয়ে সেমি-ফাইনালে বলে গেছে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজলকে ২-১ গোলে পরাজিত করে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। শুক্রবার কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচে উরুগুয়েকে পরাজিত করেছে ফ্রান্স। তাই সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে লড়বে বেলজিয়াম।

ম্যাচের ১৩ মিনিটে ফার্নান্দর আত্মঘাতি গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার থেকে তেরে আসা বল তার মাথায় লেগে চলে যায় নিজেদের গোল পোস্টে। আর ৩১ মিনিটের সময় কেভিন ডি ব্রুইনের গোললে ব্যবধান দ্বিগুণ করে বেলজিয়ামরা। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে ডি ব্রুয়েইন দুর্দান্তভাবে কাজে লাগান এই সুযোগকে। এই দুই গোলে এগিয়ে থেকেই প্রথম আর্ধ শেষ করে বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাজিল। কিন্তু বেলজিয়ামমের রক্ষণভাগ শক্তিশালী হওয়ার গোলের দেখা পাচ্ছিলেন না নেইমার-জেসুসরা। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে ব্রাজিলের পক্ষে রেনেটাও অগাস্টো এক গোল শোধ করতে সক্ষম হন। বাকি সময়ে দু’দলের কেউ গোল না পাওয়ায় ২-১ গোলে পরাজিত হয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।

২০১৪ বিশ্বকাপে নিজদেশের মাটিতে বিশ্বকাপের শেষ আটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারের। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে জয়লাভ করলেও সেমিফাইনাল ম্যাচে এক দুঃসপ্ন নিয়ে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে সেমি-ফাইনালে ৭-১ গোলে পরাজিত হয় দলটি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতিয় রাউন্ডে যায় ব্রাজিল ও বেলজিয়াম। এর পর দ্বিতিয় রাউন্ডে মেক্সিকোকে পরাজিত করে ব্রাজিল। আর তাদের প্রতিপক্ষ বেলজিয়াম জাপানকে পরাজিত করে কোয়াটার ফাইনালের টিকিট পায়। সেই যাত্রায় বেলজিয়াম সেমি-ফাইনালে পৌঁছলেও ব্রাজিলকে বিদায় নিতে হয় এখানেই।

এদিকে, খেলা শেষ করে ড্রেসিংরুমে গিয়ে কোচের সঙ্গে মারামারিতে লিপ্ত হন নেইমার। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আর প্লাস। খবরে বলা হয়েছে, রেফারির বিরুদ্ধে কথা বলায় কোচের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছেন তিনি। এসময় তার সাথে যোগ দিয়েছিলেন আরেক ব্রাজিলিয়ান মার্সেলো।