
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ডের মুখমুখি হয়েছে সুইডেন। এই ম্যাচে সুইডেনকে কাঁদিয়ে ২-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড।
প্রথমার্ধে হ্যারি ম্যাগুইয়ারের গোলে সুইডেনের বিপক্ষে এগিয়ে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ডেলে আলির গোলে ব্যবধান বাড়িয়েছে।
ম্যাচ শুরুর ৩০ মিনিটে হ্যারি ম্যাগুইয়ারের গোলে সুইডেনের বিপক্ষে এগিয়ে যায় ইংল্যান্ড।এর পর কোন দল গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে বিরতিতে যায় দুই দল।

বর্তমান ইংল্যান্ড ফুটবল দলটিকে বলা হচ্ছে দেশটির স্মরণকালের সেরা দল। দলের মানসিক শক্তি আর ফুটবল সামর্থ্য ইউরোপীয় দলগুলোর মধ্যে অন্যতম সেরা।

দ্বিতীয় অর্ধে মাঠে নেমে ৫৯ মিনিটে ডেলের গোলে ব্যাবধান দিগুণ করে ইংল্যান্ড। বাকি সময় গোলের দেখা না পাওয়ায় ২-০ গোলে জয় নিয়ে সেমি-ফাইনালে চলে যায় ইংল্যান্ড।
